সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:১৩

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশে ছাত্রলীগ নেতা আটক

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশে ছাত্রলীগ নেতা আটক

রাফাতুর রহমান, লক্ষ্মীপুর থেকে : এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে লক্ষ্মীপুরে কলেজ ছাত্রলীগ সভাপতি আমজাদ হোসেন আজিমের সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে জিহাদ হোসেন সোহাগ নামে আরেক ছাত্রলীগকর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আমজাদ পৌর এলাকার সমসেরাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 'পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বাধা উপক্ষো করে অবৈধভাবে প্রবেশের দায়ে পৃথক দুই কলেজ থেকে আমজাদ ও জিহাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমজাদের সাতদিনের কারাদণ্ড ও জিহাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে ছাত্রলীগ নেতা আমজাদ হোসেনকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের নতুন ভবন থেকে এবং ছাত্রলীগকর্মী জিহাদকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আটক করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের এক পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান।
১০ এপ্রিল, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে