লক্ষ্মীপুর : জেলার কমলনগরের মতিরহাটবাজারে অভিযানের নামে কোল্ড স্টোরেজের তালা ভেঙে ইলিশ লুটের ঘটনায় অভিযুক্ত সেই ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে অবশেষে প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক জানান, পুরো বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে তদন্ত কর্মকর্তার আরো কয়েকদিন সময় লাগবে। তদন্ত রিপোর্ট হাতে আসার পর ম্যাজিস্ট্রেট সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
১১ এপ্রিল সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রাণালয় থেকে ম্যাজিস্ট্রেট সোহেল রানার প্রত্যাহারের আদেশ জেলা প্রশাসকের হাতে আসলে তাকে লক্ষ্মীপুরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
প্রসঙ্গত, পহেলা বৈশাখ উপলক্ষে ফেব্রুয়ারি মাসে এক থেকে দেড় কেজি ওজনের দুশ’ ইলিশ কমলনগর উপজেলার মতিরহাট বাজারে কোল্ড স্টোরেজে মজুদ করে স্থানীয় ১২ ব্যবসায়ী।
৬ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে নিজেকে এনডিসি পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ৬ ব্যক্তিকে নিয়ে ওই কোল্ড স্টোরেজের তালা ভেঙে ইলিশগুলো লুট করে।
ওইদিন রাতেই ব্যবসায়ীরা জেলা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে কমলনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়নি বলে জানান কর্মকর্তারা।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম