লক্ষ্মীপুর : ছিনতাইয়ের মামলার আসামি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিদার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর করে চিংড়ি পোনা, মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কমলনগর থানার সামনে থেকে দিদার গ্রেফতার করে পুলিশ। কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাই মামলার আসামি দিদারকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ জানান, গত ১০ এপ্রিল দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের মাছ ব্যবসায়ী মোসলেহ উদ্দিন চিংড়ি পোনা নিয়ে কমলনগরের লুধুয়া থেকে যাচ্ছিলেন। এসময় ইসলামগঞ্জ এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা দিদারসহ ৪ জন মিলে ওই ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার চিংড়ি পোনা, ২টি মোবাইল ফোন সেট ও ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় দিদার ২ নম্বর আসামি।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম