বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৮:২১:২৮

এক পরীক্ষার্থীর দায়িত্বে ম্যাজিস্ট্রেটসহ ১০ জন!

এক পরীক্ষার্থীর দায়িত্বে ম্যাজিস্ট্রেটসহ ১০ জন!

লক্ষ্মীপুর : এক পরীক্ষার্থীর দায়িত্ব পালন করলেন ১০ জন! একাধিকবার ফেল করায় এবারের এইচএসসি পরীক্ষা (পুরাতন সিলেবাস) অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা একাই দিতে হয়েছে মো. আল আমিন নামের এক পরীক্ষার্থীকে।

পরীক্ষা কেন্দ্রে তার জন্য দায়িত্ব পালন করতে হয়েছে ১০ জনকে।  বৃহস্পতিবার হাজিরহাট উপকূল কলেজ কেন্দ্রে ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০ থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
 
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, পরীক্ষা কমিটির তিন সদস্য, একজন কক্ষ পরিদর্শক, দুজন পুলিশ সদস্য ও দুজন দফতরিসহ (এমএলএসএস) মোট ১০ জন।
 
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজিরহাট উপকূল কলেজের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন জানান, হাজিরহাট ডিগ্রি কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল আমিন এর আগেও একাধিকবার অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে পাস করতে পারেনি।
 
তিনি বলেন, চলতি এইচএসসি পরীক্ষায় পুরাতন সিলেবাসের অন্য কোনো পরীক্ষার্থী না থাকায় তাকে একাই পরীক্ষা দিতে হয়েছে।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে