বুধবার, ২৫ মে, ২০১৬, ০২:১৮:৩৪

সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ২ ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ২ ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে দুই সহদর ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- ইব্রাহিম হোসেন রতন ও ইছমাইল হোসেন চৌধুরী।  দুই ভাই বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের বৈদ্ধের বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তারা বশিকপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বশিকপুর ইউনিয়নের বৈদ্ধের বাড়ি মোড় এলাকার একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিল দুই ভাই ইব্রাহিম হোসেন রতন ও ইছমাইল হোসেন চৌধুরী। এসময় পশ্চিম দিক থেকে সিএনজিতে করে ৫জনের একদল সন্ত্রাসী ওই দোকানের সামনে এসে তাদের দুই ভাইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় দুই ভাই।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বলছে নিহত ইব্রাহিম হোসেন রতন এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে