শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ১১:২৯:১৪

‘নৌকাবিরোধীদের কেন্দ্রে যেতে দিবেন না’

‘নৌকাবিরোধীদের কেন্দ্রে যেতে দিবেন না’

লক্ষ্মীপুর : উপজেলায় ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বুধবার রাতে জিয়া অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক। এ প্রতীকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদেরকে  ৪ঠা জুন নির্বাচনে কেন্দ্রে যেতে দিবেন না।

তিনি আরো বলেন, লক্ষ্মীপুরে বিগত দিনে ৩৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা নির্বাচন হয়েছে সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে। আমরা জেলা আওয়ামী লীগ বিগত দিনেও বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, ৪ঠা জুন নির্বাচনেও কেন্দ্রে কেন্দ্রে যাব, মনিটরিং করবো। আমরা যদি শেখ মুজিব ও  হাসিনাকে ভালোবাসি  তাহলে আমরা নৌকার বিরুদ্ধে যেতে পারি না। তাই আমাদের দলের মধ্যে যারা নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তাদের পক্ষে অবস্থান করেছে তাদেরকে বহিষ্কার করেছি। তারা কোনোদিন দল করার সুযোগ পাবেন না। আর যারা তাদেরকে পেছন থেকে সহযোগিতা করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি হুঁশিয়ার করে বলেন, যতবড় শক্তিশালী হোক না কেন নৌকার বিরুদ্ধে অবস্থান করলে টিকতে পারবে না। আমরা এ ৫টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিজয় করে, সবাই মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো এবং বলবো লক্ষ্মীপুরের অলক্ষ্মী দূর হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহাজান কন্ট্রাকটারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছুর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুউদ্দিন চৌধুরী নয়ন, সহ-সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও রামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমুখ। -এমজমিন
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে