লক্ষ্মীপুর : ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগরে।
ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায় মো. শামীম (১০)। এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায়।
শামীম ওই এলাকার আবদুর রহিমের ছেলে ও রামগঞ্জের একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহিম জানান, বিকেল ৫টার দিকে শামীম বাড়ির বাগানে একটি গাছের সাথে ফাঁসি ফাঁসি খেলছিল। এ সময় হঠাৎ তার গলায় ফাঁস লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
২৮জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম