মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৫:৪৬:৫৮

দক্ষিন শ্যামপুর মেরামতের অভাবে অনুপযোগী রাস্তা, ভোগান্তিতে গ্রামবাসি

দক্ষিন শ্যামপুর মেরামতের অভাবে অনুপযোগী রাস্তা, ভোগান্তিতে গ্রামবাসি

সবুজ আলম ফিরোজ: বিশাল গর্ত। বর্ষা কালে থই থই পানি। পিছঢালা উঠে গেছে। ইট খোয়াও নেই । বেরিয়ে এসেছে মাটিও। পাকা রাস্তার তেমন কোন স্মৃতি চিহ্ন দেখা যায় না। ভাঙ্গা রাস্তা মেরামতের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে চলাচল। রাস্তার এই করুণ দৃশ্য নিয়ে গ্রামের সাধারণ মানুষের পথচলা। এটি কোন গল্প নয়। কিংবা চলচ্চিত্রের শুটিংয়ের বর্ণনাও নয়। রামগঞ্জ উপজেলা করপাড়া ইউনিয়নে গাজীপুর বাজার ব্রীজ থেকে দক্ষীন শ্যামপুর দিয়ে শ্যামপুর বাজার ব্রীজ পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তার ঠিক এই রকম দৃশ্য। প্রায় দশ বছর পূর্বে রাস্তাটি নির্মান করা হয়। কিন্তু গ্রামবাসি অভিযোগ করেন, গত ৪ বছর থেকে এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করছে গ্রামের সাধারণ মানুষ। চলতে গিয়ে ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও।

ইউপির এই গুরুত্বপূর্ণ রাস্তার আশপাশেই রয়েছে শাহজকি উচ্চ বিদ্যালয়, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাজীপুর আর.জে.কে উচ্চ বিদ্যালয়সহ অনেক গুলো কিন্ডার গার্ডেন সহ রয়েছে মাদ্রাসাও। প্রতিদিন এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামের হাজারো মানুষ চলাচল করছে অনুপযোগী এই রাস্তা দিয়ে। চলতে গিয়ে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনায় শিকার হচ্ছে শিক্ষার্থীসহ সাধারন মানুষ। ভাঙ্গা রাস্তার দীর্ঘ এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে সাধারন মানুষের? কবে দুর্ঘটনা মুক্ত সুস্হ যাতায়াত করবে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসি? এমন প্রশ্ন কেবল প্রশ্নই থেকেই যায়।

রাস্তার এই করুণ দৃশ্য নিযে দক্ষীন শ্যামপুর স্থানীয় বাসিন্দা ডা: খালেকের সাথে কথা বললে তিনি বলেন, গাজীপুর বাজারে আমার ফার্মেসি রয়েছে। তাই প্রতিদিন আমাকে এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়। চলাচল করতে কি পরিমাণ আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়! তা এই গ্রামবাসিই জানে। আর এই ভোগান্তি কেবল এক মাস, দুই মাস নয়। বছরের পর বছর এই দুর্ভোগ নিয়েই চলাচল করছে গ্রামের মানুষ। তিনি আরও বলেন, ১৫-১৬ অর্থ বাজেটে এই রাস্তাটিও সংস্কারের জন্য বাজেট হয়। কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

১২জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে