মাদারী পুর: সৌদি আরবের সঙ্গ মিল রেখে মাদারীপুর জেলায় ৩০টি গ্রামের হযরত সুরেশ্বরী (রা.) অনুসারীরা সোমবার ঈদুল আজহা উদযাপন করছেন।
মাদারীপুর জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামে। এ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় সোমবার ওই সব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারী মাদারীপুরের ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আজহা উদযাপন করছেন।
জানা যায়, মাদারীপুরের চারটি উপজেলার ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন।
সুরেশ্বরী (রা.) অনুসারীরা জানায়, সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা ১৪৪ বৎসর ধরে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পশু কোরবানি এবং ঈদুল আজহা পালন করে আসছেন।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর