মাদারীপুর থেকে : মাদারীপুর জেলার কালকিনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা খাদেম সরদারের ছেলে শাহীন সরদার (৩০) ও মোটরসাইকেল চালক মাদারীপুর সদরের খোঁয়াজপুর এলাকার আয়ুব আলী শেখের ছেলে সোহাগ মাতুব্বর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহাগের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় শাহীনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অপরদিকে আহতদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারের নিহত শাহীনের পিতা খাদেম সরদার ও সোহাগের পিতা আয়ুব আলী কান্না জরিত কন্ঠে বলেন, ঈদ উপলক্ষে মোটর সাইকেলযোগে তারা বাড়ি আসছিল। কিন্তু ঘাতক পরিবহণটির কারণে আমাদের ঈদ মাটি হয়ে গেলো।
এব্যাপারের ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি