নিউজ ডেস্ক : প্রতিবারই নির্বাচনে হেরে গিয়ে বিএনপি মিথ্যাচার করে থাকে। শুধু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নয়, সবকটি নির্বাচনে বিএনপি যখন হেরে যায় তখন মিথ্যাচার শুরু করে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুর শহরের শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্লস গাইডস’র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করাই বিএনপির আসল চরিত্র।
শাহজাহান খান আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন তার নিজের ভোট কেন্দ্রেও পিছিয়ে পড়েছেন। এই কেন্দ্রটি নিজের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। সেখানকার জনগণও তাকে বেশি ভোট দেয়নি।
তিনি বলেন, যখন কেউ নির্বাচনে হেরে যায়, তখন তাদের গণতান্ত্রিক মূল্যবোধের দিকে তাকিয়ে বলা উচিৎ ফলাফল মেনে নিলাম। কিন্তু বিএনপি নির্বাচনে হেরে গিয়ে ভোট কারচুপির কথা বলে জনগণকে বিভ্রান্ত করে এটাই তাদের আসল চরিত্র।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস