শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৪০:২০

মাদারীপুরে ধর্মের ষাঁড় নিয়ে চরম উত্তেজনা

 মাদারীপুরে ধর্মের ষাঁড় নিয়ে চরম উত্তেজনা

নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীতে ভগবান শ্রীশ্রী শিব ঠাকুরের নামে ছেড়ে দেয়া ষাঁড় বিক্রি করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকার দিনেশ সরকার ছেলেসন্তান লাভের আশা পূরণের পর শিবঠাকুরের নামে ছেড়ে দেন। মানতের এই ষাঁড়টি এলাকার কিছু দুর্বৃত্তরা ১ লাখ টাকায় বিক্রি করে আত্মসাৎ করে। যে কারণে ধর্মের নামে অধর্ম ও শিব ঠাকুরের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে এলাকার চিহ্নিত মন্টু গাইনসহ ১৩ জনকে আসামি করে সোমবার মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী ও মামলার আরজি সূত্রে জানা যায়, তিন কন্যাসন্তান জন্ম নেয়ার পর কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের দিনেশ সরকার ছেলেসন্তান লাভে ভগবান শ্রীশ্রী শিব ঠাকুরের নামে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনে অবমুক্ত করে দেন। মন্টু গাইনসহ অন্য দুর্বৃত্তরা ষাঁড়টি ধরে টেকেরহাট বন্দরে এক গরু ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরে ওই ব্যবসায়ী ষাঁড়টিকে জবাই করে কেজি দরে মাংস বিক্রি করে দেয় । এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় । এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠক বসলেও সুরাহা না হওয়ায় ভুক্তভোগী দিনেশ সরকার বিচারের আশায় মাদারীপুরে আদালতের দ্বারস্থ হন।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্মেদ জানান, এ রকম একটি খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে