‘আসলে দলটির বক্তব্য দায়সারা গোছের’
মাদারীপুর প্রতিনিধি : সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচারের রায় নিয়ে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা আত্মপ্রবঞ্চনা ও দায়সারা গোছের।
শুক্রবার সকালে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেছেন।
নৌমন্ত্রী বলেন, এতদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে একটি কথাও বলেনি দলটি। যখন ফাঁসির হুকুম হলো তখনো কোনো মন্তব্যই করেনি। এখন দলটির পক্ষে আসাদুজ্জামান রিপন একটি দায়সারা গোছের বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, এটা দিয়ে বিএনপি বলার চেষ্টা করেছে যে, সরকার সঠিকভাবে বিচার করলো না। আসলে এগুলো সম্পূর্ণই নিজেদের আত্মপ্রবঞ্চনা। সালাউদ্দিন কাদেরসহ সব যুদ্ধাপরাধীর বিচারের রায় সঠিকভাবে হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড.ওবায়দুর রহমান খান প্রমুখ।
২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�