মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করতে এসে ফেঁসে গেলো এক ছিনতাইকারী। হাসান (২৫) নামের ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার তাতীকান্দা গ্রামে। হাসানের সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়।
রাজৈর থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, টেকেরহাট-কবিরাজপুর বাইপাস সড়কের পান্থাপাড়ায় সম্রাট নামের এক যুবক ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে আসলে তিন মোটরসাইকেল আরোহী সম্রাটকে থামায়।
এ সময় সম্রাটকে কিলঘুষি মেরে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ছিনতাই কাজে ব্যবহৃত নিজেদের মোটরসাইকেলটি নিয়ে অন্য ছিনতাইকারী পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে জনতা গণধোলাই দিয়ে ছিনতাইকারী হাসানকে পুলিশে সোপর্দ করে।
রাজৈর থানা পুলিশের ওসি জিয়াউল মোর্শেদ বলেন, গ্রেফতার ছিনতাইকারী হাসান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ইশ্বরদী গ্রামের মৃত খলিল খার ছেলে। ছিনতাই কাজে ধরা পড়ায় তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস