শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৬:৪১

স্বপ্নের সেতু এলাকায় হবে তাঁত পল্লী : মির্জা আজম

  স্বপ্নের সেতু এলাকায় হবে তাঁত পল্লী : মির্জা আজম

মাদারীপুর প্রতিনিধি : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, পদ্মাসেতু সংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে তাঁত পল্লী। মাদারীপুর জেলার শিবচরের কতুবপুর এবং শরীয়তপুর জেলার জাজিরার নাওডোবা এলাকায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে এ শিল্প গড়ে তোলা হবে। তিনি বলেন, পদ্মাসেতু আর স্বপ্ন নয়, স্বপ্নের এ সেতুর মূল কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পদ্মা সেতুর পাড়েই হবে বৃহৎ তাঁত পল্লী। শনিবার সকালে মাদারীপুর জেলার শিবচরের বড় কেশবপুর এলাকায় প্রস্তাবিত তাঁত পল্লী পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা আজম বলেন, তাঁত পল্লীতে থাকবে তাঁতীদের জন্য আধুনিক আবাসন, শিক্ষা এবং তাঁত কারখানার সব সুযোগ-সুবিধা। এ সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য এবং শরিয়তপুরের জাজিরা আসনের এমপি বিএম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী এবং নেতৃবৃন্দরা মাদারীপুরের শিবচরের শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন নুর-ই-আলম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌর মেয়র আব্দুল লতিফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ। সম্মেলনে ইলিয়াস পাশাকে সভাপতি এবং খায়রুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এদিকে স্বেছাসেবক লীগের আব্দুল আজিজুল হককে সভাপতি এবং ফজলুল হক মুন্সীকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের সম্মেলনে প্রথম পর্বে সভাপতিত্ব করেন শিরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগের সাবেক উপজেলা সভাপতি মো. মুরাদ হাওলাদার। দ্বিতীয়পর্বে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আলাউদ্দিন মিয়া। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে