রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪:৩২

গানের সুরে সুরে নৌকার প্রচারণায় শিল্পী নকুল কুমার বিশ্বাস

গানের সুরে সুরে নৌকার প্রচারণায় শিল্পী নকুল কুমার বিশ্বাস

শিবচর (মাদারীপুর) : গানের সুরে সুরে নৌকার পক্ষে ভিন্ন ধরনের প্রচারণা করছেন স্বনামধন্য শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি গানে পদ্মা সেতুকে বাঁচাতে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়াও বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়েও গান পরিবেশন করছেন।

তিনি মাদারীপুর ১ (শিবচর) আসনে আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরীর পক্ষে ও মাদারীপুর ২ আসনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের প্রচারণায় অংশ নেন। তিনি দক্ষিণাঞ্চলের বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, মাদারীপুর ১ (শিবচর) আসনে নূর-ই-আলম চৌধুরীর সাথে শিক্ষকদের এক মতবিনিয়ম সভায় গুণী শিল্পী নকুল কুমার বিশ্বাস অংশ নেন। সেখানে তিনি গানের সুরে 'শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া কান, নৌকাতে ভোট দিয়ে পদ্মা সেতুটা বাঁচান'। তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান নিয়েও গান করেন।

এ ছাড়াও তিনি নূর-ই-আলম চৌধুরী ও শিবচরের উন্নয়ন নিয়ে তার নতুন রেকর্ডকৃত গানটি গেয়ে শোনান। শুক্রবার বিকেলে তিনি মাদারীপুর ২ এ একই ধরনের প্রচারণা চালান। আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুর ৩ তিনি প্রচারণা চালান।

শিল্পী নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনীতি করি না। কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলকে জাগিয়ে তুলছে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আবারো ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ আর এগুবে না। দেশের অগ্রগতি থেমে যাবে। তাই উন্নয়নের মডেল শিবচর থেকে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছি।

তিনি বলেন, লিটন চৌধুরীর উন্নয়ন নিয়ে আমি পৃথক গানও করেছি। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি আসনে আমি নৌকার পক্ষে পদ্মা সেতুর পক্ষে প্রচারণা চালাচ্ছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে