মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি হয়েছে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই এ্যাড. ওবাইদুর রহমান খান কালু ৮ হাজার ১৪৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী নৌকার কাজল কৃষ্ণ দে কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা নিয়ে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা নিয়ে মোসাঃ নারগিস আক্তার বিজয়ী হয়েছেন। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আজহারুল ইসলাম সকল কেন্দ্রের ভোটের ফলাফলের ভিত্তিতে রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী এ্যাড. ওবাইদুর রহমান খান কালু পেয়েছে ৬১ হাজার ৭০৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কাজল কৃষ্ণ দে পেয়েছে ৫৩ হাজার ৫৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৮৭ হাজার ৮৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মোঃ সাহাবুদ্দিন হাওলাদার পেয়েছে ১৩ হাজার ৫৯৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের মোসাঃ নারগিস আক্তার ৬৭ হাজার ১৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের পারভীন জাহান পেয়েছে ৩৪ হাজার ৭১১ ভোট।