নিউজ ডেস্ক : মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ঘুষের অর্থ গ্রহণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অপর দুইজনকে অন্যত্র বদলিও করা হয়েছে।
অভিযুক্ত চারজন হলেন পুলিশ সদস্য নূরুজ্জামান সুমন (এসপির দেহরক্ষী), পুলিশ লাইন্সের মেস ম্যানেজার জাহিদ হোসেন, জেলার পুলিশ হাসপাতালের মেডিকেল সহকারী পিয়াস বালা ও টিএসআই গোলাম রহমান। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। এদের কাছ থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়।
এই নিয়োগ প্রক্রিয়ার প্রধান ছিলেন মাদারীপুরের এসপি সুব্রত কুমার হালদার। এছাড়া এসপি পদমর্যাদার কিশোরগঞ্জ থেকে আসেন মো. নাজমুল, গোপালগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ। এই নিয়োগ বোর্ডে পুলিশ হেডকোয়াটার্স থেকে একজন এআইজি ও একজন অতিরিক্ত পুলিশ সুপারও দায়িত্বে ছিলেন। তাদের সবার দাবি, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতায় এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হয়েছে।