মাদারীপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শুক্রবার থেকে রোজা রাখবে মাদারীপুরের ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ।এসব লোকজন হযরত সুরেশ্বরী (রা.)-এর ভক্ত-অ'নুসারী। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন।
সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রধান গদিনশীন পীর ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন জানান, বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের নতুন চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হচ্ছে।
তাই মাদারীপুর ও শরিয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় ১ কোটি মুসলমান শুক্রবার রোজা রাখছেন বলে নূরে আক্তার হোসাইন জানান।