মাদারীপুর: করোনাভাইরাস সং'ক্রমণের ঝুঁ'কি রো'ধে আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মাদারীপুরের চারটি উপজেলার ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনাভাইরাস প্র'তিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনাভাইরাস সং'ক্রমণের ঝুঁ'কি বেড়ে যাওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ তা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা প্র'তিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, বণিক সমিতির সভাপতি সাব্বির ভূইয়া, ওই সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তুষার ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।