শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২১:১০

জাপান প্রবাসী জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন ইতালি প্রবাসী শ্বশুর

জাপান প্রবাসী জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন ইতালি প্রবাসী শ্বশুর

মাদারীপুর : জাপান প্রবাসী জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন ইতালি প্রবাসী শ্বশুর। সেই দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করেন মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন জাপান প্রবাসী নুরুজ্জামান মুন্সি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের সানকিরচর গ্রামের নাজিমউদ্দিন নাদিম বেপারী তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালীতে বসবাস করেন। তার একমাত্র মেয়ে সাইদ শিরিনের বিয়ে ঠিক করেন একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের দেলোয়ার মুন্সির ছেলে জাপান প্রবাসী নুরুজ্জামান মুন্সির সঙ্গে।

পরিবার জানায়, নাদিম বেপারীর ইচ্ছে তার একমাত্র আদরের মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আনবেন। এরপর মেয়েকে হেলিকপ্টারে করেই শশুরবাড়িতে পাঠাবেন। 

এ জন্য হেলিকপ্টার ভাড়া করে জামাই নুরুজ্জামান মুন্সির বাড়িতে পাঠান নাদিম বেপারী। সেই হেলিকপ্টারে চড়ে শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ি আসেন বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধুকে হেলিকপ্টার নিয়ে নিজ বাড়িতে ফিরে যান নুরুজ্জামান মুন্সি।

বিয়ের আড়ম্বরপূর্ণ এ আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ গ্রামের শতশত মানুষ ভিড় জমায় বিয়ে বাড়িতে।

কয়েকজন এলাকাবাসী বলেন, এর আগে কখনই এমন অনুষ্ঠান দেখিনি। হেলিকপ্টারে বরের আসা ও পরে নববধুকে নিয়ে যাওয়া দেখে আমরা খুব উচ্ছাসিত ও আনন্দিত।

জাপান প্রবাসী বর নুরুজ্জামান মুন্সি বলেন, আমার শশুর তার ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে পাঠান। সেই হেলিকপ্টারে চড়ে শশুরবাড়িতে এসে বিয়ে করে বউ নিয়ে ফিরে আসি।

কনের বাবা ইতালী প্রবাসী নাজিমউদ্দিন নাদিম বেপারী বলেন, অনেকদিনের স্বপ্ন ছিলো মেয়ের বিয়েতে হেলিকপ্টার করে বর এনে বিয়ে দিবো। আবার মেয়েকে সেই হেলিকপ্টারে করে শশুর বাড়ি পাঠাবো। সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন আমি খুব খুশি।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে