বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৯:২২

আর কোনোদিন এসএসসি পরীক্ষা দেবে না শহীদুল

আর কোনোদিন এসএসসি পরীক্ষা দেবে না শহীদুল

মাদারীপুর : এমনটি কি চেয়েছিল এসএসসি পরীক্ষার্থী শহীদুল, মাঝপথে চলে যেতে হবে পরপারে।  একবুক স্বপ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছিল সে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস- পরীক্ষার মাঝপথেই সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে।  আর কোনোদিন পরীক্ষা দেবে না শহীদুল।

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহীদুলের (১৫) আর পরীক্ষা দেয়া হলো না।  বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরপুরের নিমতলা এলাকায় এ নির্মম দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শহীদুল অটোরিকশায় চড়ে শিবচর পৌর এলাকার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।

বাহাদুরপুরের নিমতলা এলাকায় এসে হঠাৎ করে সে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শহীদুলকে ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।  তার মৃত্যুর খবরে কান্না ধরে রাখতে পারেনি তার সহপাঠীরা।

বাখরেরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহীদুল মাদবরচর ইউনিয়নের আলেক মাদবরকান্দি গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।

শিবচর থানার ওসি মো. জাকির হোসেন  জানান, মোটরসাইকেলের চালককে আটক করা সম্ভব হয়নি।  ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
 ১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে