সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ০২:৫৬:১৭

ফজরের নামাজে ইমামতি করতে রওনা দিয়ে দুর্ঘটনায় ইমামের মৃত্যু

ফজরের নামাজে ইমামতি করতে রওনা দিয়ে দুর্ঘটনায় ইমামের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।

জানা যায়, নিহত মাওলানা আব্দুর রহমান বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।
 
পরিবারের বরাতে স্থানীয়রা জানান, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।
 
পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ফজরের নামাজের ইমামতি করানোর জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা হন। দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এতেই দুর্ঘটনাটি ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে