বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৪৪:১৫

এবার টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

এবার টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের হাতে ১৩ তারিখ লকডাউন সফল হউক লেখা মাদারীপুর জেলা ছাত্রলীগের একটি ব্যানার দেখা যায়।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে পরাপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে জেলাজুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাবেক ছাত্রলীগের কিছু কর্মী মহাসড়কে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। এসময় টের পেয়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এ ঘটনার পর সড়কে টহল আরও জোরদার করেছে প্রশাসন।

মাদারীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, কিছু যুবক হঠাৎ মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।

দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে