এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা বলেছেন, আমি শিবচরের সবাইকে বলছি, খুনি হাসিনার নির্দেশে কেউ কোনো অপকর্মে জড়াবেন না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কামাল জামান মোল্লা বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘদিন রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আসছি। একদিনের জন্যও বিরত থাকিনি। আপনারা গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় দেখেছেন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ অবরোধ করে রেখেছিল, আমার লোকজনের সঙ্গে সংঘর্ষে ১০জন আহত হয়। আমার লোকজনই রাস্তায় পরিষ্কার করে যান চলাচল করতে সহায়তা করেছিল।
তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার মনোনয়ন স্থগিত রেখেছে। শিবচরের মানুষ আমাকে কতটা ভালোবাসেন তা আপনারা আজ প্রমাণ করে দিলেন। আমার বিশ্বাস আপনাদের ভালোবাসায় আমাকে আবার মনোনয়ন ফিরিয়ে দেবে। আপনারা ধানের শীষের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন, যাতে বিপুল ভোটে ধানের শীষ বিজয় করে শিবচরের আসনকে উপহার দিতে পারি। আমি আশাবাদী, দল আমার মনোনয়ন স্থগিত আদেশ প্রত্যাহার করে নেবেন।
অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম খানসহ বিএনপির ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।