সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:০৮

‘খালেদার খাবার ছিনিয়ে নিয়ে খাবে ঘেরাওকারীরা’

‘খালেদার খাবার ছিনিয়ে নিয়ে খাবে ঘেরাওকারীরা’

মাদারীপুর : শুধু বিদ্যুৎ, পানি, গ্যাস, মোবাইল ফোন সংযোগই বন্ধ নয়, প্রয়োজনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে।  যেসব নেতাকর্মী খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে যাবে, ঘেরাওকারীরা সেই খাবার ছিনিয়ে নিয়ে নিজেরা ভাগ করে খাবে।


শনিবার দুপুরে মাদারীপুরে ডা. মোজাম্মেল হক খান ও কাজী আনোয়ার হোসেন সড়ক উদ্বোধনকালে নৌমন্ত্রী শাজাহান খান এমন হুঁশিয়ারি দেন।   

নৌমন্ত্রী বলেন, এমন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে, ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।  সরকার নয়, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে শ্রমিকরা।  এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনে রাস্তায় পাহারা দেব আমরা।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তালিকা তৈরি করুন।  গণআদালতে তাদের বিচার করা হবে।

সড়ক উদ্বোধন শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসান প্রমুখ।

৩১ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে