বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ১০:৩৫:১৫

পুলিশের গুলিতে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

পুলিশের গুলিতে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

মাদারীপুর : পুলিশের গুলিতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।  মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় তিনি পুলিশের গুলিতে মারা যান।

নিহত সুজন মৃধা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।  সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ভোট শেষে পুলিশ ব্যালট বাক্স নিয়ে যাচ্ছিল।  এসময় ব্যালটের একটি বস্তা নিয়ে দৌড় দেয় সুজন।

তিনি জানান, তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।  এরপরও না থামায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুজনের চাচা ফারুক মৃধা বলেন, ভোট গণনার সময় দুজন সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ গুলি ছুড়লে সুজন নিহত হয়।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে