শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৩:৪০:৪৮

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত, ৩০ বাড়ি ভাঙচুর

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত, ৩০ বাড়ি ভাঙচুর

মাদারীপুর: আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী এ সহিংসতার ঘটনা ঘটল।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক নৌকা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খানের নিকট ৩৫০ ভোটে পরাজিত হন।

কিন্তু এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সোহরাব খান আওয়ামী লীগের প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জাল ভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ এনে নির্বাচনের দিন বিকেল থেকেই কোন্দলে জড়ান। সেই কোন্দলের জের ধরেই শুক্রবার দুপুরে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, দুই পক্ষের বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১) গুলিবিদ্ধ হন। তাদেরকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে