শনিবার, ২৮ মে, ২০১৬, ০৪:৪৭:৩০

নিমিষেই সাদিকার স্বপ্ন নিভে গেল

নিমিষেই সাদিকার স্বপ্ন নিভে গেল

রিপনচন্দ্র মল্লিক: মানবকল্যাণে নিজেকে আজীবন উৎসর্গ করার স্বপ্ন নিয়ে সায়মা সাদিকা (১৯) বরিশাল নার্সিং কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু মানবকল্যাণে সেবা করার সেই সুযোগ আর সায়মা সাদিকার (২৯) হলো না। শুক্রবার বেলা ৩ টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙ্গে সুগন্ধা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই নার্সিং কলেজের মেধাবী শিক্ষার্থী সায়মা সাদিকা মারা যান। নিমিষেই সাদিকার স্বপ্ন নিভে গেল। সাদিকার সহপাঠী রাজীব মন্ডল এবং রেজওয়ান বলেন, ‘চলতি বছরেই আমরা এক সঙ্গে বরিশাল নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর প্রথম বর্ষে ভর্তি হই। গত ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত কলেজের গ্রীষ্মকালী ছুটি থাকায় সাদিকা তার গ্রামে বাড়ি নড়াইলের গোবরা বাজারে ছুটি কাটাতে যান।

শনিবার থেকে নিয়মিত ক্লাস করার জন্য সে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসস্ট্যান্ড থেকে বাসটিতে উঠে রওনা হন। কিন্তু মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের ওপরে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’ এসময় নিহত সায়মা সাদিকার বাবা মনজুরুল ইসলাম মেয়ে হারানোর শোকে বার বার কান্নায় মুর্ছা যান। মুখ দিয়ে কোন কথা বলতে পারেন না।


এদিকে বরিশাল নার্সিং কলেজের অ্যাডাল্ট নার্সিং বিভাগের শিক্ষক আলী আজগর বলেন, ‘আমাদের প্রথম বর্ষের ছাত্রী সায়মা সাদিকা অত্যন্ত শান্ত ও খুব মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।’ দুর্ঘটনার ব্যাপারে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘সুগন্ধা পরিবহনের চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থী সায়মা সাদিকাসহ ৮ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘নিহতের প্রতিটি পরিবারকে লাশ দাফন করার জন্য মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।-মানবকন্ঠ

২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে