শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০১:৪৬:৫৩

একটি ছবি ও ফেসবুক পাল্টে দিল সুলতানের জীবন!

একটি ছবি ও ফেসবুক পাল্টে দিল সুলতানের জীবন!

মাদারীপুর: পদ্মার ঘোলা জল পেরিয়ে তিন কিলোমিটারের পথ। উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন দীর্ঘদিনের পুরোনো জনপদ চরজানাজাত ইউনিয়ন। চারপাশে পদ্মা বেষ্টিত যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। এ চরেই প্রতিবন্ধী দুই ছেলে-মেয়েকে নিয়ে বসবাস প্রতিবন্ধী পিতা সুলতানের। প্রতিবন্ধীতা ও দরিদ্রতার বেড়াজালে বন্দি এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ।

ইতিপূর্বে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সমাজসেবা কর্মকর্তা প্রতিবন্ধী এ পরিবারের দুর্দশার চিত্র দেখে এসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী সুলতানের পাশে দাঁড়িয়েছেন তারা। ইতিপূর্বেই প্রতিবন্ধী সুলতানের আবেদনের প্রেক্ষিতে এই পরিবারকে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির পক্ষ থেকে ২৫ শতাংশ জমির ব্যবস্থা করে দেয়া হয়েছে।

ওই জমির দলিল হস্তান্তরের একটি ছবি সহকারী কমিশনার (ভূমি) ফেসবুকের পাবলিক সার্ভিস ইনভেশন গ্রুপ পেজে পোস্ট করেন। পোস্টটি দেখে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও স্ব-স্ব দপ্তরকে নির্দেশ দেন।

ফলে তার প্রতিবন্ধী দুই ছেলে-মেয়ের নামে শিক্ষাবৃত্তি হিসেবে ৮ হাজার টাকা প্রদান করা হয়। ভিজিএফ, জিআর খাদ্য সহায়তা হিসেবে ৫০ কেজি চাল এবং সমাজসেবা থেকে সুদমুক্ত ২৫ হাজার ৭৫০ টাকা ঋণ দেয়া হয়। তাছাড়া সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপবৃত্তির আওতায় আনা হয়েছে তার দুই ছেলে-মেয়েকে।

অবশেষে গত মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন এ পরিবারটির হাতে নগদ টাকা ও ঘর তৈরির জন্য টিন তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ টাকা শিক্ষাবৃত্তি প্রদান ও দুইজনকে মাসিক ৬০০ টাকা করে সমাজসেবা দপ্তরের শিক্ষাবৃত্তি চালু করা হয়। দেয়া হয় ৪০ কেজি চাল।

এ ছাড়াও সমাজসেবা অধিদপ্তর থেকে সহজ কিস্তিতে ২৫ হাজার টাকা ঋণ দেয়া হয়। মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শনে এসে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এ প্রতিবন্ধী পরিবারের হাতে আরো নগদ টাকা ও ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল টিন তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুভূতি জানতে চাইলে প্রতিবন্ধী এ পরিবারের চোখজুড়ে ছিল শুধুই আবেগের অশ্রু।-এমজমিন

২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে