মানিকগঞ্জ : বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হওয়ার পাঁচ দিনের মাথায় নববধূ প্রিয়া আক্তার (২২) লাশ হয়ে ফিরলেন বাড়িতে। বুধবার দুপুরে বরের মোটরসাইকেলে চড়ে কেনাকাটার উদ্দেশ্যে বের হলে ঢাকা-আরিচা মহাসড়কের তরা মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ফটকের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-ই-দৌলা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত প্রিয়ার বর রনি মোল্লাকে গুরুতর আহত অবস্থায় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার স্বামী স্ত্রী মিলে মানিকগঞ্জ শহরে আসেন কেনাকাটার জন্য। মোটরসাইকেল যোগে বাড়ি ফের পথে বেলা আড়াইটার দিকে পিছন থেকে শামীম এন্টাপ্রাইজের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। বাসটিকে জব্দ করেছে পুলিশ।
এর আগে, শুক্রবার ঘিওর উপজেলা পুটিয়াজানি গ্রামে ইমাম মোল্লা ছেলে রনি মোল্লার (২৯) সঙ্গে নাগরপুর উপজেলা বাদবাহলি গ্রামের আক্কাস আলীর মেয়ে প্রিয়া আক্তারের (২২) সঙ্গে বিয়ে হয়। আনুষ্ঠানিক ভাবে প্রিয়াকে শ্বশুরবাড়িতে ওঠানো হয়েছিল।
রনি পেশায় সেনাসদস্য। প্রিয়া সরকারী দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী।
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম