মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় কলেজছাত্রী প্রিয়া সাহা (২০) খুনের অভিযোগে তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বাবা সুকুমার সাহার করা হত্যা মামলায় প্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা রানী সরকারকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে শ্বশুরের ভাড়া বাসার একটি কক্ষ থেকে প্রিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত প্রিয়া স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা (সম্মান) বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দাশড়া এলাকার দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জনের সঙ্গে একই এলাকার সুকুমার সাহার মেয়ে প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ আগস্ট পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
প্রিয়ার স্বামী নর্দান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সকালে প্রিয়ার নিজ কক্ষ থেকে পুলিশ গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করে। তার মাথার পেছনে দুটি জায়গায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে বলে জানান তারা।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, বিকেলে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই মামলায় প্রিয়ার স্বামী, শ্বশুর ও শাশুড়ি ছাড়াও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম