সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান আলীকে ১২৫ ভোটে পরাজিত করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক গোলাম মহীউদ্দীন পেয়েছেন আনারস মার্কায় ৪৭৮ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান আলী পেয়েছেন মোবাইল ফোন মার্কায় ৩৫৩ ভোট। ইতি মধ্যে ৪ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে মোট ৮৮৮ ভোটের বিপরীতে চেয়ারম্যান পদে ৫জন, ১৫ টি ওয়ার্ডে সদস্য পদে ৫৪জন এবং পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত (নারী) সদস্যপদে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে।
২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস