মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌর এলাকার পটল বিল ময়দানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তালিমে জিকিরের বিশ্ব ইজতেমা। দশম এ ইজতেমা শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
মঙ্গলবার রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হচ্ছে ইজতেমা ময়দানে। মুসল্লিদের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান। তাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও কাজ করছে কয়েকশ স্বেচ্ছাসেবক দল। আজ বাদ যোহর ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
ইজতেমা পরিচালনা ও আখেরি মোনাজাত করবেন অধ্যাপক মুহাম্মদ আযহারুল ইসলাম ছিদ্দিকী (রাহ.) এর প্রধান খলিফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী।
এছাড়াও বয়ান করবেন দেশ-বিদেশ থেকে আসা দেশবরেন্য আলেম ওলামায়েগণ। ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবছর লাখো মানুষ জড়ো হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে জিকির-আসকারসহ ধর্মীয় আলোচনায় অংশ নেন।
আয়োজক সূত্র জানায়, ৩দিন ব্যাপী এই ইজতেমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইল্মে ও শরীয়ত ও ইল্মে মা’রিফাতের বয়ান, তা’লিমে জিকির, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহারত, ইসলামী গজল এবং সুন্নাতের উপর ইসলামী জিন্দেগীর ব্যবহারিক শিক্ষা।
ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে চিশিআতয়া ছাবিরিয়া তরীক্বার ২১টি ছবকের ম্যাধমে আধ্যাতিক মহাসাধনা। তালিমের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি ঘটিয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে মহাস্ট্রার সান্নিধ্য লাভ করাই এ ইজমেতার প্রধান লক্ষ্য বলে জানান আয়োজকরা। -জাগো নিউজ।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম