শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮, ০২:১৪:৫৯

বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ারপুত্রের কান্না

বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ারপুত্রের কান্না

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে হতাশ দলটির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুক্রবার বিএনপির ২০৬ জন দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা করা হয়।

মানিকগঞ্জ-১ আসনে মনোনয়পত্র দাখিল করেছিলেন খোন্দকার আবদুল হামিদ ডাবলু।

কিন্তু এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে এসএ জিন্নাহ কবিরকে।

শুক্রবার রাতে চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণার পর ছোট বোন দেলোয়ারা বেগম পান্নাকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ডাবলু।

এসময় দোতলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে চাইলে নিচে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। এ সময় ডাবলুর সমর্থকরা হৈ চৈ শুরু করেন।

এক পর্যায়ে কেঁদে ফেলেন আবদুল হামিদ ডাবলু। এসময় তার বোন পান্নার চোখেও জল দেখা যায়।

ডাবলু বলেন, এই মনোনয়নে আমি ক্ষুব্ধ। সংস্কারপন্থিদের মনোনয়ন দেয়া হয়েছে। দলের জন্য যারা জীবন বাজি রেখে ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য এটা বেদনা ও ক্ষোভের।

তিনি বলেন, আমার বাবা এই দলের জন্য নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে গেছেন। খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমূলে শেষ করতে আজকে গুলশান অফিসে সংস্কারপন্থিরা আসন গেড়ে বসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে