সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫৪:৪৫

মানিকগঞ্জ ১ আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের হিড়িক

মানিকগঞ্জ ১ আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের হিড়িক

শিবালয় (মানিকগঞ্জ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচকে ঘিরে মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে। গত কয়েক দিনে বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

এ আসনের আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের হাতে ফুল দিয়ে এসকল নেতাকর্মী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সদ্য যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা মহাজোটের প্রার্থীর পক্ষে এলাকায় প্রচারণা চালিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী নেতারা হলেন শিবালয় উপজেলার এক সময়ের বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু। ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মো. ফরিদ হোসেন বাবর ও ১২ জন ইউপি সদস্য।

এ ছাড়া দৌলতপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ তিন উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন কয়েকশত নেতাকর্মী নাঈমুর রহমান দুর্জয়ের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। এ ছাড়া তিন উপজেলায় অধিকাংশ বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও প্রত্যক্ষ ও পরেক্ষভাবে দুর্জয়কে সমর্থন দিয়েছেন। তাদের অনেকে নৌকা মার্কার পক্ষে প্রচারণাও চালাচ্ছেন।

যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা জানান, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নসহ স্থানীয় এমপির ক্লিন ইমেজেরে কারনে তার প্রতি সবাই সমর্থন দিয়েছেন। এ ছাড়া নিজ দলের কোন্দল ও সাংগঠনিক দুর্বলতাও তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

শিবালয় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. বাবুল হোসেন বাবু বলেন, আমি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। এক সময় আমি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে এ দলে আর আদর্শ নেই। দলীয় কোন্দল আর নেতৃত্ব নিয়ে বিভিন্ন নাটক তো রয়েছেই। এ ছাড়া বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থানীয় সংসদ সদস্যের এলাকায় সাধারণ মানুষের সাথে সমন্বয়ের কারণে উদ্বুদ্ধ হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখন বাকি জীবনটা এ দলের সাথেই কাটিয়ে দিতে চান তিনি।

বিএনপি থেকে আওয়ামী লীগ যোগদানের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, বর্তমান সরকার মানিকগঞ্জসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। এক সময়ের বিরোধীরাও এখন এই সত্য উপলব্ধি করে শুধু মুখে স্বীকারই করছেন না তারা আওয়ামী লীগের পতাকা তলে সামিল হচ্ছেন। এটা নিশ্চয় দলের জন্য ভালো দিক। আমার নির্বাচনী এলাকাতে বিএনপির কয়েক শ নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছেন। এ জন্য আমি তাদের সাধুবাদ জানাই।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে