বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৪:০৮:৪৭

শিবালয়ে ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

শিবালয়ে ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

সুমন হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: শিবালয় উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী বা স্বতন্ত্র  প্রার্থীর কারণে প্রধান দু’দলের প্রার্থীদের অনেকেই বেকায়দায় পড়েছেন। অপরদিকে, সুষ্টু,অবাধ-নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি-আ’লীগের দলীয় প্রতীক ধানের শীষ ও নৌকা মার্কার প্রভাবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এতে  নির্বাচনী হিসেব উল্টে যেতে পারে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী সংখ্যা ও  প্রভাব কম থাকায় আ’লীগ মনোনীতরা  শক্ত অবস্থানে থাকলেও নানাবিধ কারনে বিএনপি’র অবস্থা অনেকটা নড়বড়ে। তবে, বেশ কয়েকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হবেন এমন আভাষ পাওয়া গেলেও সব শেষে বড় দু’দলের প্রার্থীরাই জয়লাভে আশাবাদ ব্যক্ত করেন।  
জানা গেছে, ২৩ এপ্রিল অনুষ্টিতব্য তৃতীয় দফা নির্বাচনে এ উপজেলার তেওতা ইউনিয়নে আ’লীগ প্রার্থী আব্দুল করিম, কয়েক দফা নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল, জাসদ নেতা আব্দুস সালাম ঠান্ডু স্বতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফজলুল করিম প্রার্থী হওয়া ছাড়াও নানাবিধ কারনে বিএনপি প্রার্থী আব্দুল কাদেরের অবস্থান কোন অংশে কম নয়।
উথলীতে সাবেক ব্যাংকার আ’লীগ মোনোনীত রুহুল আমীন, চারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র মাসুদুর রহমান মাসুদ, প্রভাষক ওহিদুল ইসলাম, বিএনপি’র মীর আব্দুল বাতেন, বিদ্রোহী সুভাষ গোস্বামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করছেন।
শিবালয় মডেল ইউনিয়নে দু’বার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান আ’লীগের মোঃ মোবারক হোসেন, বিএনপি’র রফিকুল ইসলাম, বিদ্রোহী আলাল উদ্দিন আলাল স্বতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাফেজ আব্দুল কাদেরসহ ৪জন প্রার্থী হয়েছেন।
আরুয়ায় আ’লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান খান মাসুম, বিএপি’র মোহাম্মদ সোরয়ার হোসেন ও স্বতন্ত্র মাহবুবুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।
উলাইলে আ’লীগ প্রার্থী আব্দুল মজিদ, বিএনপি’র আনিসুর রহমান বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্নান ও ডাঃ হাবিল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
মহাদেবপুরে আ’লীগের বাউল জালাল সরকার, বিএনপি’র মোঃ শাহজাহান ও জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান মাহমুদুল আমীন ডিউক, ছোরহাব হোসেন, আব্দুল হাই স্বতন্ত্র ও জাপা’র আবুল কাশেম দর্জি প্রার্থী হয়েছেন।
এছাড়া, শিমুলিয়া ইউনিয়নে আ’লীগের মোঃ জহির উদ্দিন মানিক, বিএনপি’র জসিম উদ্দিন ও জাপা’র ফরহাদ হোসেন নির্বাচনী মাঠে রয়েছেন।  
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে