মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: নববর্ষ উৎযাপন উপলক্ষে পহেলা বৈশাখের বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট সংলগ্ন যমুনা নদীর তীরে পৃথক পৃথক ভাবে বিভিন্ন সংগঠন ঘুড়ি-ফানুস উড়ানো উৎসবের আয়োজন করে। এর আগে সকালে বৈশাখী র্যালি বের করা হয়। ‘আমরা নিহালপুর বাসী’র ব্যানারে ওই গ্রামের প্রবীণ যুবক, শিশু-কিশোর সকলে মিলে নানা সাজে নানা পোষাকে সেজে বর্ণাঢ্য বৈশাখী র্যালি বের করে। শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম. বাবুল হোসেন বাবু, বি.এন.পি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল কাদের প্রমুখের নেতৃত্বে র্যালিটি নিহালপুর গ্রামের যুমনা তীরের বটতলা থেকে বের হয়ে গ্রামের প্রধান সড়ক হয়ে আরিচা ঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বিকালে আরিচার ৪নং ঘাট সংলগ্ন যুমুনার চরে ঘুড়ি উৎসবের আয়োজন করে স্থানীয় শতদল সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উৎসবে ঢোল,কৌরা, প্লেন, ময়ূর, প্রজাপতি, সাপ, মানুষ ঘুড়িসহ নানা আকৃতির ঘুড়ি বানিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। ৩নং ঘাট সংলগ্ন চরে স্থানীয় স্যার সাদত মেমোরিয়াল ক্লাব ফানুস উড়ানো উৎসব আয়োজন করে। উৎসবে স্থানীয় শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, গ্লোব প্রাঃ লিঃ এর জি.এম. এম.এ মালেক, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, শিবালয় শাখার সভাপতি বাবুল আক্তার মঞ্জুর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, শিবালয় বণিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস