শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১২:০১:৩৪

শিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত

শিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত

সুমন হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: পহেলা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, শুভ বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে শিবালয়ে ‘শতদল” সাংস্কৃতিক ও সামাজিক সংগঠণের উদ্যোগে আরিচা ঘাটের  যমুনা নদীর তীরে এক বৈর্ণাঢ্য ”বৈশাখী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার বিকেলে এ ঘুড়ি উৎসবের উদ্ধোধন করেন। উক্ত ঘুড়ি উৎসবে কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল, বিমান, মূয়রসহ বিভিন্ন ধরনের বাহারী রংয়ের ঘুড়ির প্রতিযোগীতা হয়।

জানা যায়,এ ঘুড়ি প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে  বৈচিত্রময় এবং দর্শনীয় সেরা ৩৬টি ঘুড়ির ঘুড়িয়ালাদের জন্য আকর্ষণীয় পুরুস্কার প্রদান করা হয়। উক্ত ঘুড়ি মেলায় ছিল পতেঙ্গাসহ বিভিন্ন প্রকার  ঘুড়ির স্টল, ভোজন রসিকদের জন্য চটপটি, ফোসকাসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান।  সাংস্কৃতিমনাদের জন্য উন্মুক্ত মঞ্চ ও শতদল শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেসকল ঘুড়িয়ালকে পুরুস্কার প্রদান করা হয় তাদের মধ্যে দৌলতপুর উপজেলার খলসি গ্রামের  লোকমান হোসেনকে বিশেষ পুরুস্কার হিসেবে ১৪ ইঞ্চি কালার টেলিভিশন দেয়া হয়। ঘুড়ি প্রতিযোগীতা শেষে সন্ধায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
এতে শিবালয় বন্দর বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, শিবালয় উপজেলা চেয়ারম্যান আলী আকবর, ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান,শিবালয় মডেল উনিয়নের চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার এ,এফ,এম সাফাত আমান, গ্লোব-জনকন্ঠ গ্রুপের ডিজিএম মোঃ মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান খান জানু, মোঃ আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা সত্যেন কান্ত পন্ডিত ভোজন, শিক্ষক আব্দুস ছাত্তার, শতদলের সদস্য সুভন সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শতদলের সদস্য মোঃ শহিদুল ইসলাম।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসেন এ ঘুড়ি উৎসবে। বৃহস্পতিবার বিকেলে আরিচা ঘাটের যমুনা নদীর পারে মানুষের ঢল নামে।
বাংলাদেশ ওপেন রোভার স্কাউট শিবালয় উপজেলা শাখার সদস্যরা মেলায় আগত দর্শনার্থীদেরকে বিনামূল্যে শরবত পরিবেশন করেন।
১৫ এপ্রিল ২০১৬/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে