সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৭:৩৭:৩১

শিবালয়ে ত্রিমুখী লড়াই

শিবালয়ে ত্রিমুখী লড়াই

মোঃ সুমন হোসেন,মানিকগঞ্জ, প্রতিনিধি: আগামী ২৩ শে এপ্রিল ৩য় ধাপে শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি’র ৭ জন, আওমীলীগের ৭ জন, ইসলামী অন্দোলনের ৩ জন, জাতীয় পাটির ১ জন, স্বতন্ত্র ১৩ জন, সর্বমোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ নিচ্ছেন। ১টি ইউনিয়নে দ্বিমুখী বাকী ৬টিতে ত্রিমুখী প্রতিদ্বন্দীতার আভাস দিয়েছেন সচেতন ভোটাররা। উৎসব মুখোর পরিবেশে ভোটের প্রচারণা চলছে। প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। কোন কোন ক্ষেত্রে নির্বাচন আচরণ বিধি লংঘন হলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ থেকে বিরত রয়েছেন প্রার্থীরা। জোটগত ও দলীয় একাধিক প্রার্থী থাকলেও কারো বিরুদ্ধে অভিযোগ বা দল থেকে বহিস্কারের কোন খবর পাওয়া যায়নি।   

১নং তেওতা ইউনিয়নে চার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন বাদল (আনারস), বি.এন,পি’র আলহাজ্ব আব্দুল কাদের (ধানের শীষ),সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগের আব্দুল করিম (নৌকা) নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দীতায় করছেন। এখানে ইসলামী আন্দোলনের মোঃ ফজলুল করিম (হাত পাখা), জাসদ নেতা আব্দুল সালাম মিয়া স্বতন্ত্র (অটোরিক্সা), সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর কনিষ্ট ভাই হাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল) হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দীতায় অংশ নিচ্ছেন।

২নং উথলী ইউনিয়নে তিন বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (মটর সাইকেল) বি.এন.পি মীর আব্দুল বাতেন (ধানের শীষ) আওমীলীগের রুহুল আমিন (নৌকা) এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দীতা হচ্ছে। এখানে ইসলামী আন্দোলনের মোঃ মিজানুর রহমান (হাত পাখা), কমিউনিস্ট পাটির সাবেক নেতা মোঃ অহিদুল ইসলাম (ঘোড়া) ও সুভাষ গোস্বামী (আনারস) শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতায় মাঠে রয়েছেন।

৩নং শিবালয় মডেল ইউনিয়নে পরিষদে রয়েছেন উপজেলা সবচেয়ে হেভিওয়েট প্রার্থী পর পর দুই বার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নেতা, আওয়ামীলীগ সমর্থিত মোঃ মোবারক হোসেন (নৌকা), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বি.এন.পি’র মোঃ রফিকুল ইসলাম (ধানের শীষ), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খানের ভাগ্নে বিগত ইউপি নির্বাচনে নিকট তম প্রতিদ্বন্দি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (আনারস), এর মধ্যে তুমুল ত্রিমুখী প্রতিদ্বন্দিতা হচ্ছে। এখানে ইসলামী আন্দোলনের আলহাজ্ব আব্দুল কাদের(হাতপাখা), প্রতিদ্বন্দিতা করছেন।

৪নং উলাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্নান স্বতন্ত্র প্রার্থী (আনারস) বি.এন.পি’র  মোঃ আনিসুর রহমান (ধানের শীষ) আওয়ামীলীগের মোঃ আব্দুল মজিদ (নৌকা) ত্রিমুখী প্রতিদ্বন্দিতা করছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী মোকছেদ আলী (চশমা) প্রতিদ্বন্দিতায় মাঠে রয়েছেন।

৫নং আরুয়া ইউনিয়নে বিগত উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের আক্তারুজ্জামান খান মাসুম (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব হোসেন (আনারস),বি.এন.পি’র সরওয়ারদী (ধানের শীষ) ত্রিমুখী প্রতিদ্বন্দিতায় মাঠে রয়েছেন।

৬নং মহাদেবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) বি.এন.পি’র মোঃ শাহজাহান (ধানের শীষ) আওয়ামীলীগের বিশিষ্ট বাউল শিল্পী মোঃ জালাল সরকার (নৌকা) ত্রিমুখী প্রতিদ্বন্দিতা করছেন। এখানে জাতীয় পাটির আবুল কাশেম (লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হাই (মটর সাইকেল)  মোঃ ছোরহাব হোসেন খান (আনারস) ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।

৭নং শিমুলিয়া ইউনিয়নে বিগত নির্বাচনে নিকটতম প্রার্থী বি.এন.পি’র জসীম উদ্দিন (ধানের শীষ) আওয়ামীলীগের জহির উদ্দিন (নৌকা) দ্বিমুখী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে