রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০২:২৫:৩৮

এসি রবিউলের দাফন সম্পন্ন

এসি রবিউলের দাফন সম্পন্ন

মানিকগঞ্জ: রাজধানীর গুলশান-২ এর ৭৯ রোডস্থ আর্টিসান রেস্তোরাঁয় গোলাগুলিতে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিগ্রাম কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন সম্পন্ন হয়। নিহত এসি রবিউল ইসলামের মরদেহ শনিবার রাত সোয়া ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। এসময় রবিউলের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এসময় বৃষ্টি হচ্ছি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই তাকে এক নজর দেখতে ভিড় করেন বন্ধু, শুভাকাঙ্ক্ষি, প্রতিবেশিসহ আশপাশের গ্রামের মানুষ। রাত ১১টার দিকে কাটিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আরেক দফা নামাজে জানাজা শেষে কাটিগ্রাম কবরস্থানে পুলিশ কর্মকর্তা রবিউলকে দাফন করা হয়। এর আগে এসি রবিউল ইসলামের জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।

ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে