মানিকগঞ্জ : যমুনার পর এবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে চারটি ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলে।
বুধবার সকাল ৬টা থেকে এ অভিযান শুরু হয়। এরই মধ্যে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন মাওলানা মোহাম্মদ মজিবর রহমান (৪৫,) নুরুল ইসলাম (৩০), ফরহাদ (২০), রাজিব (২২) ও শহিদ (২৫)।
মানিকগঞ্জ পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান বিপিএমের নেতৃত্বে দ্বিতীয়দিনের অভিযানটি চলে হরিরামপুরের পদ্মার দুর্গম চর লেছড়াগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ও ধুলসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
পুলিশ, র্যাব-৪, ডিবি পুলিশ, আর্মড ব্যাটালিয়ন মিলিয়ে দুশ’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একযোগে চালাচ্ছে বিশেষ এ অভিযান।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোর ৬টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে মঙ্গলবার দৌলতপুর উপজেলার যমুনার চরাঞ্চলের চারটি ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এতে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করা হয়।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম