মানিকগঞ্জ : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসেও আশা পূরণ হলো না প্রেমিকার। এক রাত অবস্থান করে ফিরে গেল প্রেমিকা লিমা আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী।
প্রেমিক পালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নতুন ফরিদপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে যায় ওই শিক্ষার্থী।
এর আগে বুধবার রাতে লিমা বিয়ের দাবিতে প্রেমিক প্রতিবেশী আয়নুদ্দিনের ছেলে রফিকুল ইসলামের (২০) বাড়িতে অবস্থান নেয়।
প্রেমিকা লিমা আক্তার ওই গ্রামের মো. সিফাত আলীর মেয়ে এবং নালী বড়রিয়া কেসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
লিমা আক্তার জানায়, দেড় বছর ধরে রফিকুলের সঙ্গে তার প্রেম। প্রেমিকের কথামতো বিয়ের দাবিতে বুধবার রাত ৯টার দিকে বাড়ি গিয়ে উঠি।
এ সময় অভিভাবকদের পরামর্শে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যায়। তারপরও রাতে ওই বাড়ি অবস্থান নেয় নেয় সে।
বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে পুলিশ ও অভিভাবকরা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। প্রেমিকের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দেয় লিমা।
রফিকুলের মা আন্না বেগম জানান, লিমা তার বাড়িতে বিয়ের দাবিতে এসে ওঠেছিল। রফিকুল বাড়ি না থাকায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি-না বলতে পারছি না। পরে পুলিশ ও অভিভাবকরা এসে মেয়েকে নিয়ে গেছে।
লিমার বাবা সিফাত আলী জানান, স্থানীয় মেম্বার ও মাতবররা বিকেলে ওই ছেলের বাড়ি সালিশ বৈঠক বসে বিষয়টি সুহারা করে দিয়েছেন। প্রাপ্ত বয়স হলে দুজনের বিয়ের ব্যবস্থা করে দেবেন তারা।
শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম