মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৯:৩৯:২৫

চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই

চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই

মানিকগঞ্জ : পরিবহন থেকে চাঁদাবাজির সময় আবদুল্লাহ আল মামুন নামের এক পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা।
এসময় তিনি সাদা পোশাকে চাঁদাবাজি করছিলেন।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে পুলিশে সোপর্দ করা হয়।  শহরে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন তিনি।  তার নম্বর-৪৩৮।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মামুন সাদা পোশাকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করছিলেন।  তার হাতে একটি হ্যান্ডকাফ ছিল।

বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।  মামুন এ সময় কোনো সদুত্তর দিতে পারেননি।  পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গোয়েন্দা তদন্তে চাঁদাবাজির ঘটনার সত্যতা পাওয়ায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান।
 ২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে