মোঃ রইছ উদ্দিন: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল বুধবার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরিবারের অন্য ৩ সদস্য মারা গেলেও অলৌকিকভাবেই বেঁচে গেলো ৮মাস বয়সী শিশু খাদিজা।
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় খাদিজার ভাই সাকিবুর রহমান (৫), মা মনোয়ারা বেগম (৩৫) ও দাদী ফাতেমা বেগমসহ (৬০) অটোরিকশার চালক চাঁন মিয়া (৪০) মারা যান। মৃত্যুর মিছিল থেকেই শিশুটিকে উদ্ধার করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান।
নিথর দেহগুলোর ভিতরেই শিশুটি কেঁদে উঠে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে লোহার রড কেটে শিশুটিকে উদ্ধারের সময় শিশুটির কান্নায় উপস্থিত লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেন নি।
মা নিজে মারা গেলেও মৃত্যুর আগ পর্যন্ত পরম মমতায় আগলে রেখে ছিলেন খাদিজাকে। আহত বাবার সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। একই পরিবারের ৩জনের মৃত্যু ও অটোরিকশা চালকের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুরে শোকের ছায়া নেমে এসেছে।-বেঙ্গলি টাইমস
০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ