মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৯:০৯

ময়মনসিংহ অষ্টম বিভাগ হওয়ায় শেরপুরে আনন্দ-উচ্ছাস

ময়মনসিংহ অষ্টম বিভাগ হওয়ায় শেরপুরে আনন্দ-উচ্ছাস

ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি: ৪ জেলা নিয়ে ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণায় শেরপুরে আনন্দের বন্যা বইছে। বিভাগ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের খবর শোনার সাথে সাথে শেরপুরের রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জেলা সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দে একে অপরকে মিষ্টিমুখ করতেও দেখা গেছে। অন্যদিকে শেরপুরসহ ৪ জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ বাস্তবায়নের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুশিল সমাজ ,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আশা করছেন অতিদ্রুত অন্য যেকোন বিভাগের মতই প্রশাসনিক সুযোগ সুবিধা পাবার ।

উল্লেখ্য ,মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহ মধ্য বাংলাদেশে অবস্থিত একটি বিস্তৃত অঞ্চল। ১৯৮৪ সালে শেরপুরকে ময়মনসিংহ থেকে পৃথক করে জেলার মর্যাদা দেয়া হয় ।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে