রবিবার, ০৬ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৬:৩৩

আব্দুর রাজ্জাককে কৃষিমন্ত্রী মনোনীত করায় আনন্দে ভাসছে বাকৃবি

 আব্দুর রাজ্জাককে কৃষিমন্ত্রী মনোনীত করায় আনন্দে ভাসছে বাকৃবি

নিউজ ডেস্ক:  কৃষিমন্ত্রী হিসেবে আগামীকাল শপথগ্রহণ করবেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক এই শিক্ষার্থীকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। 

কৃষিবিদ হিসেবে কৃষির প্রত্যেকটি বিষয়ই তার জানা রয়েছে বলে দাবি এ পরিবারের সদস্যদের। কৃষিপ্রধান বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে কৃষিবিদ হিসেবে প্রথমবারের মত কৃষি মন্ত্রাণালয়ের দায়িত্বে আসছেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। 

বাকৃবির ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) পরিচালক অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী বলেন, সত্যিকার অর্থেই আজ ‌আমাদের গর্ব করার দিন। প্রথমে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন সৎ, যোগ্য,  নিষ্ঠাবান কৃষিবিদকে দায়িত্ব দেওয়ায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে