শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ০৫:৩৪:৪৬

ঈদের আনন্দ চিরতরে থেমে গেল পুরো পরিবারের

ঈদের আনন্দ চিরতরে থেমে গেল পুরো পরিবারের

ময়মনসিংহ: আজ ময়মনসিংহের গৌরীপুরে একটি বাস ও প্রাইভেট কারের মধ্যে সং'ঘর্ষে একই পরিবারের চারজন নি'হত হয়েছেন। এ দুর্ঘটনায় আ'হত হয়েছেন আরও দুইজন। আজ ১৬ আগস্ট, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দু'র্ঘটনা ঘটে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে নি'হত চারজন হলেন- রফিকুজ্জামান, তার স্ত্রী শাহীন আক্তার, তাদের ছেলে নাদিম ও মেয়ে রওনক জাহান। আ'হত হয়েছেন নাহিদ ও চালক (নাম জানা যায়নি)। হ'তাহ'তদের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুরের চন্ডিগর গ্রামে।

এ ব্যাপারে পুলিশ জানায়, শাহীনা আক্তার ঘটনাস্থলেই মা'রা যান। আর অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পর মা'রা যান। রফিকুজ্জামান পরিবার নিয়ে ঈদে গৌরীপুরে শশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন।

এ বিষয়ে এসআই নজরুল জানান, যাত্রীবাহী বাসটি নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি গৌরীপুর থেকে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিল। পথে দুটি যানের মধ্যে মু'খোমু'খি সং'ঘ'র্ষ হয়। পরে ঈশ্বরগঞ্জ থেকে ফায়অর সার্ভিসের কর্মীরা গিয়ে হ'তাহ'তদের উ'দ্ভার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আর আ'হত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এসআই নজরুল। নি'হত ব্যক্তিদের লা'শ ময়'নাতদ'ন্তের জন্য হাসপাতাল ম'র্গে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে