রবিবার, ১৫ মার্চ, ২০২০, ০৭:২৮:৪৭

মাটিতে মাদুরে বসেই শিশুদের পড়ালেন এমপি তুহিন

মাটিতে মাদুরে বসেই শিশুদের পড়ালেন এমপি তুহিন

ময়মনসিংহ থেকে : প্রাক-প্রাথমিক শিশুদের সাথে হুট করে মাদুরে বসে পড়লেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। প্রথমে কিছু বুঝতে না পারলেও যখন শিশুরা জানতে পারে উনিই এমপি তখন কয়েক শিশু লজ্জায় জিহ্বা কামড়ে বলে উঠে, স্যার এইডা কি করছেন, আপনি মাটিতে বইলেন যে..। 

আজ রবিবার সকালে উপজেলার সিংরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিশুদের শ্রেণি কক্ষে প্রবেশ করে শিশুদের সাথে মাদুরে বসেই তাদের খোঁজখবর নিয়ে পাঠদান শুরু করান। এ সময় শিশুরা এমপিকে কাছে পেয়ে এক অনাড়ম্বর আনন্দঘন পরিবেশে এমপির বিভিন্ন কথাবার্তা শ্রবণ করে।

স্থানীয় সুত্র জানায়, নান্দাইলের ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২১টি নতুন ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেই ধারবাহিকতায় আজ রবিবার ওই বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের নতুন ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করতে যান। উদ্বোধন শেষে আক'স্মিক বিদ্যালয়ে প্রবেশ করে শ্রেণিকক্ষে বেঞ্চের শূন্যতা দেখতে পান। পরে জানতে পারেন এভাবেই দীর্ঘদিন ধরে শিশুরা অতিক'ষ্টে পাঠদান নিচ্ছে। 

শ্রেণিকক্ষে ঢুকেই এমপি মাদুরে বসে শিশুদের উৎ'সাহিত করে বলেন, তোমাদের আর ক'ষ্ট করতে হবে না। কিছুদিনের মধ্যেই তোমাদের নতুন ভবনসহ নতুন বেঞ্চ দেওয়া হবে। সেখানে বসেই পাঠ নেবে। এ সময় শিশুরা উৎ'সাহিত হয়ে হাততালি দিয়ে ওঠে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে