বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০৪:২০:৪৯

পিলারে বাঁধা গরুচোর, আরে এ যে ভাতিজা রসেল!

পিলারে বাঁধা গরুচোর, আরে এ যে ভাতিজা রসেল!

বাজারটিতে এতোদিন কোনো পাহারা না থাকায় প্রায়ই বিভিন্ন ধরনের চু'রি সংঘটিত হতো। অতি'ষ্ঠ ছিল সাধারণ মানুষ। অবশেষে সম্প্রতি ওই বাজারে পাহারাদার নিয়োগ দেওয়া হয়। এরপরই মঙ্গলবার গভীর রাতে সফলতা আসে। ওঁ'ৎ পেতে থাকা পাহারাদাররা একটি দ্রুতগামী অটোরিকশা থামালে দেখা যায় ভেতরে রশি দিয়ে চার পা বাঁধা একটি গরুসহ দুই ব্যক্তি। এক পর্যায়ে বে'দম পি'টু'নির পর জানা যায় এক ব্যক্তি তার চাচার গরু চু'রি করে নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশে। এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে। 

স্থানীয় সূত্র ও বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার গভীর রাতে একটি অটোরিকশা করে দুজন একটি গরু নিয়ে যাচ্ছিল। পথরোধ করলে তারা দৌড়ে পা'লানোর চেষ্টা করে। পরে তাদেরকে আ'টক করা হয়। এক পর্যায়ে রাতভর দুই চো'রকে একটি বৈদ্যুতিক পি'লারে বেঁ'ধে রাখলে পুলিশ এসে নিয়ে যায়। 

জানা যায়, আটককৃতরা হলেন- উপজেলার চরশিহারি গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২৩) ও নিজপুম্বাইল গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. সেলিম মিয়া(৪০)। 
তার মধ্যে রাসেল জানায়, তার চাচা মজলু মিয়ার কাছে টাকা ধার চেয়ে না পেয়ে গরু চু'রির সিদ্ধান্ত নেয়। কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে